বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ী, সদরঘাট থানাধীন ১৫১, দারোগাহাট রোডে মাহাবুব আলীর স্বত্ব দখলীয় জায়গায় মামলা চলাকালীন অবস্থায় মামলা নং যথাক্রমে মিছ মামলা নং- ৪৮২/২০১৭ইং, অতিরিক্ত জেলা হাকিমের আদালত চট্টগ্রাম এবং ০৫/২০১৮ইং ২য় সিনিয়র জজ আদালত চট্টগ্রামে বহাল থাকাবস্থায় জোরপূর্বক বেআইনীভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাতের অন্ধকারে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। মৌরশী সম্পত্তি অংশনামা/ ভাগজারনামা না হওয়া সত্বেও জবরদখল করার পায়তারায় লিপ্ত আছেন মো: জাহাঙ্গীর গং এলাকার এক মাদক ব্যবসায়ীকে নিয়ে।
মাহাবুব আলী মৌখিক ভাবে ২/৩ দফা বাধা প্রদান করতে গেলে জাহাঙ্গীর গং সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিভিন্ন উচ্যবাচ্য করে এবং জায়গার ধারে কাছে না আসার হুমকি প্রদান করে। আদালতে বিচারধিন থাকা সত্বেও আইনের তোয়াক্কা না করে একপ্রকার গায়ের জোরে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মাহাবুব আলী ও উনার সন্তানেরা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ খুব জরুরি এখন।।
