তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির ব্যাপারে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি। তবে ‘তদবির’ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
আজ রোববার সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী। আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির বিষয়ে যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তার অগ্রগতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আজই অফিস খুলল। কিন্তু বন্ধের মধ্যেও আমার তদবির অব্যাহত রেখেছি। আশা করছি, হামলাকারীরা আইনের আওতায় আসবে এবং সাজা পাবে।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আবারও আন্দোলনের হুমকি দিচ্ছেন। এ জন্য তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। খালেদা জিয়াকে ‘জঙ্গি–সন্ত্রাসের আসল মাতা’ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।