টেকনাফের নাফ নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়াসংলগ্ন নাফ নদের খালের মুখ নামক এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক দীপংকর বড়ুয়া জানান, আনুমানিক পঞ্চাশোর্ধ বয়সী মৃতদেহটি দুয়েক দিন আগের হতে পারে। মৃতদেহের মুখে দাড়ি ও পরনে শার্ট-লুঙ্গি রয়েছে।
এ ছাড়া শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্থানীয়রা কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি।
এর আগে সন্ধায় স্থানীয় জেলেরা নাফ নদে মৃতদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা পুলিশে খবর দিলে তারা মৃতদেহটি উদ্ধার করেন।
সিটিজি নিউজ/কে.বি.আর