মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে সদরঘাট থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক দম্পতি। আজ রোববার নগরীর সদরঘাট থানার নছু মালুম লেন সর্দার গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন এসকান্দর আলম ওরফে মোস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী রুমা আক্তার।
এই দম্পতির মাদক ব্যবসা ছেড়ে ‘স্বাভাবিক জীবনে ফেরা’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “মাদক ব্যবসা ছেড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহের কথা জানায়। আমরাও তাতে খুশি।
“অনুষ্ঠানে কয়েকশ লোক উপস্থিত ছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর জহির আহম্মদ চৌধুরী এবং আমি ওই দম্পতিকে কিছু আর্থিক সহায়তাও করেছি।”
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, এসকান্দরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চারটি মামলা আছে।
“মামলাগুলো স্বাভাবিক নিয়মে আইনগত প্রক্রিয়ায় চলবে।”
এই দম্পতি মূলত ইয়াবার ব্যবসা করতেন। মাদকের চিহ্নিত গডফাদারদের সমূলে নির্মূল করতে পারলে এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব।।