রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারদের কাছ থেকে ৩০১৫টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি ১০০ গ্রাম হেরোইন, কিছু গাঁজা এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান উপ-কমিশনার মাসুদ।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম খবর/কে.বি.আর