এশিয়া কাপের আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলংকা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে খেলবেন না আকিলা ধনঞ্জয়া। আর ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আঙুলে চোট পেয়েছিলেন দিনেশ চান্ডিমাল। এরপরও তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে রেখেছিলেন লঙ্কান টিম ম্যানেজমেন্ট। কিন্তু সংবাদমাধ্যম জানিয়েছে, চোট থেকে সেরে না ওঠায় এশিয়া কাপে সম্ভবত খেলতে পারবেন না তিনি। চান্ডিমালের বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে নিরোশান ডিকভেলাকে।
কলম্বোর হয়ে এসএলসি টি-টোয়েন্টি লিগের ম্যাচে চান্ডিমালের ডান হাতের মধ্যমা ভেঙে যায়। এই চোট থেকে তাঁর উন্নতি সন্তোষজনক নয়। আগামী সপ্তাহে চান্ডিমালের অবস্থা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে ক্রিকইনফো জানিয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে চান্ডিমালের না খেলার সম্ভাবনাই বেশি।
চান্ডিমালকে না পাওয়ার শঙ্কার সঙ্গে আরেকটি দুশ্চিন্তা রয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্টের। শ্রীলঙ্কার প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না স্পিনার আকিলা ধনঞ্জয়া। নিজের প্রথম সন্তানের জন্ম উপলক্ষে দেরিতে দলের সঙ্গে যোগ দেবেন ধনঞ্জয়া। নতুন বলে তাঁর নিখুঁত লাইন-লেংথ এবং উইকেট নেওয়ার সামর্থ্যকে নিশ্চিতভাবেই মিস করবে লঙ্কানরা।
সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বাকি দুই প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।
চট্টগ্রাম খবর/কে.বি.আর