প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেয়ায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রকৃতপক্ষে বাজে ট্যাকলের শিকার হয়ে প্রতিবাদ করাই এ শাস্তি পেয়েছেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে লিগ ওয়ানে নিমসের ঘরে আতিথ্য নেয় পিএসজি। ৪-২ গোলে এগিয়ে জয় নিয়ে যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন দ্য পারিসিয়ানরা, তখনই বাগড়াটা বাধে। যোগ করা সময়ে দারুণ এক আক্রমণে যান এমবাপ্পে। পথ প্রতিরোধ করতে না পেরে তাকে কড়া ট্যাকল করেন তেজি স্যাভানিয়ের।
বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার। কারণ, এ ট্যাকলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেত পারত। ফলে রাগে-ক্ষোভে ফেটে পড়েন তিনি। মেজাজ হারিয়ে তেড়েফুঁড়ে যান স্যাভানিয়ের দিকে। প্রতিপক্ষ খেলোয়াড়কে বেশ সজোরে ধাক্কাও মারেন ফরাসি তারকা।
এ কারণে লাল কার্ড দেখেন এমবাপ্পে। বাদ যাননি স্যাভানিয়ের। একই শাস্তিতে কড়া ট্যাকলের মাশুল গুনতে হয় তাকে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চান ১৯ বছরের বিস্ময়। তবে শাস্তি যে এক ম্যাচে সীমাবদ্ধ থাকবে না-তা নিশ্চিত ছিল। কারণ, দুজনই লালকার্ড দেখেছিলেন।
ফ্রেঞ্চ লিগ শৃঙ্খলা কমিটি জানিয়েছে, লালকার্ডের ঘটনায় তিন ম্যাচ নিষেধাজ্ঞা পাচ্ছেন এমবাপ্পে। ফলে সেন্ট এতিয়েন, রেনে ও রেইমসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ১৮ সেপ্টেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে ফিরবেন আগামীর সুপারস্টার।
এমবাপ্পে সান্ত্বনাও পাচ্ছেন। পার পাচ্ছে না স্যাভানিয়ের। মারাত্মক ট্যাকল করায় পাঁচ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তিনি।
চট্টগ্রাম খবর/কে.বি.আর