জ্বালানির জন্য পেট্রোল পাম্পে মোটর সাইকেল চালকদের দীর্ঘ সারি, সবারই মাথায় রয়েছে হেলমেট।
চট্টগ্রামের জ্বালানী তেলের পাম্প গুলোতে হেলমেট বিহীন চালকের মটোর বাইকে জ্বালানী বিক্রি করা হবে না৷ সিএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে নগরির ৫৩টি তেলের পাম্পে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে৷
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জানান, কেবল যানবাহনে শৃংখলা আনলেই সড়ক নিরাপদ হবে না, সড়ককে নিরাপদ করতে পথচারীদেরো সচেতন হতে হবে৷ তাই পথচারীরা যাতে জেব্রা ক্রসিং ব্যবহার করেন এবং যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে সেটা দিয়ে চলাচল করে এসব বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সড়কে যানবাহনের বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর আইনি ব্যবস্থা। ইতিমধ্যে ১৯১টি গাড়ী আটক করেছে ট্রাফিক পুলিশ৷ এছাড়া বিভিন্ন অভিযোগে নয়শতাধিক যানবাহনের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। অভিযানে একাধিক সরকারী প্রতিষ্ঠানের গাড়ীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি’র ট্রাফিক বিভাগ৷
চট্টগ্রাম খবর/কে.বি.আর