বিগত নয় বছরে অভাবনীয় উন্নয়নের মধ্য দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। সামনের দিনগুলোতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই। তাই ২০১৯ সালের নির্বাচনের প্রতিটি ভোটারের ঘরে ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচারণা পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ও মহানগর যুবলীগ নেতা ইফতেখার উদ্দীন বাবলু। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এবং ২০নং দেঃবাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে র্য্যালী ও সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রচারণার আয়োজন করা হয়।
ছাত্রনেতা রাকেশ দেবের সভাপতিত্বে উক্ত পথসভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমে আজিম আসিফ। সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা কাইয়ুম রেজা, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক নাদিম উদ্দিন ও তাজউদ্দিন তাজু। শিক্ষা দিবসের আলোকে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক সাধন করেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, শান্তুনু বাপ্পী, শাফায়েত নেওয়াজ রুকন, মোস্তফা শাওন, জয় শর্মা, সোলায়মান, মোঃ আরিফ, দীপজয় ঘোষ, স্বৌভিক পাল, অর্ণব দেব, শোয়েব আহমেদ, নয়ন দেব, অপি, স্বরূপ ঘোষ, মোঃ সাহিল, জাহিন, আসিফ প্রমুখ।
