আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান পেসার হাসান আলি, আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান ও স্পিনার রশিদ খানকে জরিমানা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)। প্রত্যেককেই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শুক্রবার আফগানিস্তান ব্যাটিং ইনিংসের ৩৩তম ওভারে হাশমতউল্লাহ শহিদীর দিকে বল ছুড়ে মারার হুমকি দেন হাসান আলি। এ জন্য জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে। ৩৭ ওভারে এ পাকিস্তান পেসারকে ধাক্কা মেরে জরিমানা গুনতে হয়েছে আসগারকে। আর পাকিস্তান ব্যাটিং ইনিংসের ৪৭তম ওভারে আসিফ আলিকে আউট করে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোর ফলে শাস্তি দেয়া হয়েছে রশিদকে।
ম্যাচ শেষে তিনজনের প্রত্যেকেই নিজেদের দোষ ম্যাচ রেফারির কাছে স্বীকার করলে শুনানির দরকার পড়েনি। তিন ক্রিকেটারের ওপর অভিযোগ এনেছিলেন অন ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরি ও শন জর্জ, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার আনিসুর রহমান।
চট্টগ্রাম খবর/কে.বি.আর