চট্টগ্রামের সিআরবি এলাকায় বাসের চাপায় মোঃ আলমগীর হোসেন রিয়াদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, সিআরবি এলাকায় বাসের চাপায় মোঃ আলমগীর হোসেন রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ বাসটি আটক করেছে।আলমগীর হোসেনের বাড়ি নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনীর বি-ব্লক এলাকায়।