কর্ণফুলী (চট্টগ্রাম): কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনয়িনের খোয়াজনগরে প্রভাবশালী কতৃক অসহায় পরিবারের ভিটেবাড়ি’র জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এমনকি প্রভাবশালীরা জমিটি দখলে নিতে অসহায় পরিবারটির ভিটেবাড়িতে থাকা ৫২টি (ফুল গাছ, সুপারি গাছ, বাদাম গাছ ও নারকেল) গাছ কেটে ফেলেছে। উক্ত ঘটনায় জমির মালিক নিরুপায় হয়ে কর্ণফুলী থানায় অভিযোগ করেছেন। যার অভিযোগের পিপিআর নং ৩০২/১৮ইং তারিখ।
জানা যায়, এরপরেও কোন সুষ্ঠ সমাধান না দেখে পরিবারটি চট্টগ্রাম মহারগর আদালতের শরানাপন্ন হন। আদালতে মিছ মামলা দায়ের করে বিরোধীয় জমির স্থিতিবস্থা রাখতে আবেদন করেন। পরে বিজ্ঞ বিচারক নিষেধাজ্ঞা জারি করে গত ২৪ সে সেপ্টেম্বর । যার মিছ মামলা নং- ৫১২/১৮ইং।
অভিযোগ সুত্রে জানা যায়, চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুচ্ছাফা, আবু বক্কর, মোঃ আজাদ, আব্দু শুক্কুর, ও রুবেল নামে কয়েকজনের একটি সংঘবদ্ধ দল, তাদের লোকজন নিয়ে একই ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা বেগমের দাদা শ্বশুর কতৃক দানপত্রে পাওয়া জমি ভোগ দখলের চেষ্টা কওে যাচ্ছে।
এমনকি এ বিষয়ে পটিয়া ২য় সহকারি জজ আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকা সত্বেও অভিযুক্ত ব্যক্তিরা তা অমান্য করে জোরপুর্বক উচ্ছেদ করে স্থাপনা ও ঘরবাড়ি নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে জানান হোসনে আরা বেগম।
এতে বাধা দিতে গিয়ে জমির মালিককে প্রাণনাশের হুমকি ও মারধর করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরণের মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন আরেক ভুক্তভোগী আব্দুল মজিদ মিন্টু।
এ নিয়ে কর্ণফুলী থানায় সাধারন অভিযোগ দাখিল করিলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এক এএসআইকে বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নিতে নির্দেশ দিলে অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে জায়গায় কোন প্রকার কাজ না করার নির্দেশ দিয়েছিলো। কিন্তু তা মানছেনা দেখে জমির স্থিতিবস্থার জন্য আদালতের হাজির হন পরবিারটি।
উল্লেখ্য যে, বিগত ১৩ বছর পুর্বেও অসহায় পরিবারটি ভূমি দখলের আশংকায় কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরী করেছিলো যার নং ১৬৭/২০০৬ইং।
চরপাথরঘাটা ইউনিয়নের অসহায় হোসনা আরা বেগম জানান, দুর্বৃত্তরা গাছপালা কেটে ঘরবাড়ি ভেঙ্গে দেয় এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে তিনি স্থানীয় সাংসদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা যায়।
