কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় আধিপত্য বিস্তারের জেরে মামুনুর রশিদ (২৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামুনুর রশিদ একই এলাকার আবু তাহেরের ছেলে। সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে খুন করেছে। আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় এক ছাত্রলীগকর্মীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।।
