গতকাল ২৯/০৮/২০১৮ইং তারিখ রোজ শনিবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইনস্থ খোদা বক্স মার্কেট এর ১২৮/১২ নং দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘঠনায় দোকানের রক্ষিত সমস্ত মালামাল, নগদ টাকা, দোকানের সকল ব্যবসায়ীক কাগজপত্র ও হিসাবের খাতাপত্র সর্ম্পূণরুপে পুড়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানের কোন মালামাল বাঁচানো সম্ভব হয় নাই। দোকান মালিকের দেয়া তথ্যমতে উক্ত অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ও অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এম আর ট্রেডার্স সও্বাধিকারী মো: রফিক বলেন আমার সব পুঁজি আমি আমার ব্যবসায়ে লাগিয়েছিলাম। আমার সারা জীবনের আয় রোজগারের পথ এই ব্যবসাকে কেন্দ্র করে।এবং আমার আত্নীয় স্বজনদের থেকে নেওয়া টাকা ও আমি আমার ব্যবসায়ের কাজে লাগিয়েছি ।কিন্তু এখন আমি সর্বহারা ।আগামি দিনগুলোতে পরিবার ও আত্নীয় স্বজনদের নিয়ে কষ্টে জীবন যাপন করতে হবে। আমার সব কিছু শেষ।
তামকুমন্ডি লেইনের বণিক সমতির সাধারন সম্পাদক আহম্মেদ কবির দুলাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
চট্টগ্রাম খবর/কে.বি.আর