মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম-মোঃ লোটন (৩০)।
র্যাব জানায়, ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঢাকা দক্ষিণ খান থানাধীন চালাবন এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর রবিবার বিকেলে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজ কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা চালাবন মাটির মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। এসময় ডিএমপির বাড্ডা থানার বড় বেরাইদ মোড়লপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মোঃ লোটনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোটনের দখল থেকে ৩১০ বোতল ফেনসিডিল, নগদ ৭ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লোটন জিঙ্গাসাবাদে র্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশে এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
সম্পাদনায়- মোঃ শেখ রেজাই রাব্বী