আব্দুল মান্নানঃ যশোরের শার্শা থেকে ৭২ লাখ টাকার ভারতীয় কাপড় ও ওষুধ আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, মঙ্গলবার সকালে শার্শা উপজেলার বারোপোতা ও শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
ভারত থেকে কাপড় ও ওষুধের চালান আসছে এমন খবর পেয়ে এই অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা শাড়ি ও ওষুধ ফেলে পালিয়ে যায়।
“এর মধ্যে আছে এক হাজার ১০টি ভারতীয় শাড়ি। এর দাম আনুমানিক ৫০ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ধরনের ২২ লাখ টাকার ভারতীয় ওষুধও সেখানে পাওয়া গেছে।”
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে হয়েছে বলে তিনি জানান।