প্রধান অতিথি লায়ন্স ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন নাসিরউদ্দীন চৌধুরী বক্তেব্যে বলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বহুমাত্রিক সেবা সংগঠন। ৩১টি গৌরবময় সেবাবর্ষ অতিক্রমের সুফল স্বরূপ এই সংগঠন অসহায়, গরীব, দুঃস্থ ও কম ভাগ্যবান মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্ঠা করে যাচ্ছেন প্রতিনিয়ত। হোটেল আগ্রাবাদ এ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন বিশেষ অতিথি লায়ন মঞ্জুর আলম মঞ্জু, সম্মানিত অতিথি দ্বিতীয় ভাইচ ডিষ্ট্রিক্ট গর্ভনর ডা. সুকান্ত ভট্টাচার্জী, পিডিজি লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন শফিউর রহমান, এ কাইয়ুযম চৌধুরী, শামশুল হক, নাজমুল হক চৌধুরী, রূপম কিশোর বড়–য়া, পিআর সিনহা, আলহাজ্ব রফিক আহম্মদ, শাহ এম হাসান, এম নূরুল ইসলাম, প্রফেসর এমডি কামাল উদ্দীন চৌধুরী, এস.এম. শামশুউদ্দীন, সিরাজুল হক আনসারী, এমডি মোস্তাক হোসাইন সেকেন্ড সেঞ্জুরী অ্যামব্যাসেডর, শাহ আলম বাবুল, ডিষ্ট্রিক্ট সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, ডিষ্ট্রিক্ট ট্রেজারার মোসলেউদ্দীন খান, রিজিয়ন ও জোন, আবদুল্লাহ আল কাদের ও এডভোকেট নূরুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে কোরআন তেলোয়াত ও আনুগত্যের শপথ করান লিও আতিক ও ক্লাব সেক্রেটারী লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরী, স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন নাজমুল কবির খোকন, ২০১৭-২০১৮ সেবা বর্ষের সেক্রেটারী রিপোর্ট পেশ করেন লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, অনুষ্ঠানে লায়ন ডিষ্ট্রিক্ট’র কেবিনেট সদস্যবৃন্দ ও বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট’র উপস্থিতিতে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন এম এস আলম ও লায়ন কেপি দাশ এমজেএফকে লাইফ টাইম সম্মাননা প্রদান করা হয়।
