ভারতে আটক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদসহ কক্সবাজারের ১৫জন বিএনপি নেতা–কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে সালাহ উদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) ২০১১ সালে পুলিশকে সরকারী কাজে বাধাসহ হত্যা প্রচেষ্টায় চকরিয়া থানায় দায়ের করা একটি মামলায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিক আজিজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা, সরকারি গাড়ি ভাঙচুর ও জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অপরাধে ২০১১ সালের ৪ জুন চকরিয়া থানার এসআই মো. ইয়াছিন মামলাটি দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেনঃ সালাহ উদ্দিন আহমেদ, মনজুর আলম, মো. সেলিম উল্লাহ, সাইফুল ইসলাম, মৌলভী রফিক, আজিজুল হক, হেফাজতুর রহমান টিপু, এহছানুল কাদের সাগর, ইমরুল হাসান, জাহাঙ্গীর, জিয়াবুল কবির, জসীম উদ্দিন, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল কানন, জয়নাল ও আলী হোসেন।
একই মামলায় মোট ২২জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানানো হয়।
চট্টগ্রাম খবর/কে.বি.আর