চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ সিটি গেইট এলাকায় ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে গাড়ি থেকে ফেলে যুবককে পিষে মারার ঘটনায় বাসটির চালক দিদারুল আলম ওরফে দিদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার বালুতোবা এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে বলে জানান পিবিআই পরিদর্শক (চট্টগ্রাম মেট্রো) সন্তোষ কুমার চাকমা।
গ্রেফতার দিদারুল আলম চট্টগ্রামের সন্দ্বীপ থানার কুচিয়া মোরা এলাকার মোহাম্মদ ইয়াসিনের ছেলে।
এর আগে গত গত ২৭ অগাস্ট দুপুরে ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে আকবর শাহ থানার কালীর হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেজাউল করিম রনিকে (৩৩) বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করার অভিযোগ উঠে চালক ও সহকারীর বিরুদ্ধে।
এ ঘটনায় নিহত রনির মামা আবদুর রহমান বাদী হয়ে আকবর শাহ থানায় বাস চালক ও হেল্পারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গত ১ সেপ্টেম্বর লক্ষীপুর জেলার রামগতি উপজেলার নুরিয়া হাজির হাট এলাকার একটি বাড়ি থেকে বাসের হেল্পার মানিক সরকারকে গ্রেফতার করে পিবিআই সদস্যরা।
গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মানিক। এতে তিনি জানান, চালক দিদার ও হেল্পার মানিক মিলে বাসের ভেতরে রেজাউল করিম রনিকে মারধর করে এবং চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে দেয়।
চট্টগ্রাম খবর/কে.বি.আর