ছাত্র ইউনিয়ন বন্দর থানা সংসদ আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী-২০১৮ সংবর্ধনা অনুষ্ঠিত ।
গতকাল ১৬ অক্টোবর, ২০১৮ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,বন্দর থানা সংসদ আয়োজিত এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৮ বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী সংবর্ধিত হয়। ছাত্র ইউনিয়ন বন্দর থানা সংসদের সভাপতি শোভন দাশের সভাপতিত্বে উক্ত সংবর্ধনাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিয়া খাতুন এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম সংসদের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরিয়ার রাফি, টিকলু কুমার দে প্রমুখ। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবিহা তাবাসসুম সুবর্ণা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হয়েছে।এর দায়ভার এদেশের শাসক শ্রেনিকেই নিতে হবে। মুক্তবাজার অর্থনীতির প্রভাবে শিক্ষার মত পরিসেবা খাতও ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্র যেমন বৈষম্যমূলক, শিক্ষাও তেমনি। শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকীকরণ, প্রশ্নপত্র ফাঁস, বহুমুখীকরণ, বাণিজ্যিকীকরণের মাধ্যমে জাতিগত বিভাজন ও বৈষম্যকে প্রকট করে তোলা হচ্ছে দিনের পর দিন। ক্রমাগত দারিদ্রের কষাঘাতে ও পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে সরে যেতে থাকে শৈশবের লালিত স্বপ্ন, মার খেতে থাকে ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা।
সভায় বক্তারা আরো বলেন, কেবল মাত্র এ+ পাওয়াই শিক্ষার মূল উদেশ্য তা কিন্তু না। শিক্ষার মূল উদেশ্য হলো মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে সমাজের গুণগত পরিবর্তনই শিক্ষা উদেশ্য। আমাদের প্রকৃত মানুষ হতে শিক্ষার এই দর্শনকে ধারণ করতে হবে। মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষার মাধ্যমে মানুষে মানুষে মৈত্রী, প্রীতির মনোভাব এবং মানবাধিকার, মানবিক মর্যাদার প্রতি সম্মানবোধ সৃষ্টি করতে হবে। সবচেয়ে বড় কথা বিজ্ঞানমনষ্ক ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবের গড়ে উঠতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা এসএসসি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে তাদের অভিনন্দিত করেন।
এশিয়ান নিউজ বিডিটোয়েন্টিফোর ডটকম/কে.বি.আর