সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৬ ওভারে ১৩২/৩
১৪ বলে ৪ রান করে ফিরে যান লিটন। ক্রিজে ইমরুলের সঙ্গী অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি।
লিটন দাসের পর ফজলে মাহমুদ রাব্বিকে ফিরিয়ে দিলেন তেন্দাই চাতারা। এক ওভারে দুই উইকেট হারাল বাংলাদেশ। অভিষেকে রানের খাতা খুলতে পারেননি ফজলে রাব্বি।
ওয়ানডেতে বাংলাদেশের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য রানে ফিরলেন তিনি।
৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭/২। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মুশফিকুর রহিম।
পাওয়ার প্লেতে দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি হতে পারতো আরও খারাপ। জিম্বাবুয়ের ফিল্ডাররা ছেড়েছেন দুটি ক্যাচ।
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৯/২। ইমরুল কায়েস ২১ ও মুশফিকুর রহিম ১০ রানে ব্যাট করছেন।
এক ওভারে লিটন দাস ও ফজলে মাহমুদ রাব্বিকে বিদায় করেছেন তেন্দাই চাতারা। জীবন পাওয়ার পর থেকে আস্থার সঙ্গে খেলছেন ইমরুল। ক্রিজে এসেই যথারীতি ইনিংস মেরামতের কাজে লেগে পড়েছেন মুশফিক।
আস্থার সঙ্গে খেলতে থাকা মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন বাজে এক বলে। রিভিউ নিয়ে তাকে ফিরিয়েছে জিম্বাবুয়ে। আম্পায়ার কট বিহাইন্ডের আবদনে সাড়া না দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে পাল্টায় সিদ্ধান্ত। ২০ বলে এক চারে ১৫ রান করে ফিরে যান মুশফিক।
১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৬/৩। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মোহাম্মদ মিঠুন।
ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ ওভারের মধ্যে নেই ৩ ব্যাটসম্যান।
এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছেন ইমরুল, অপরাজিত আছেন ৫১ রানে।তুলে নিয়েছেন ষোড়শ ফিফটি।
সিকান্দার রাজার বলে সিঙ্গেল নিয়ে ৬৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাঁহাতি এই ওপেনার। সবশেষ চার ম্যাচে এটি তার দ্বিতীয় ফিফটি। পঞ্চাশ ছোঁয়ার পথে পাঁচটি চারের সঙ্গে হাঁকিয়েছেন একটি ছক্কা।
বিপর্যয়-বিশেষজ্ঞ হয়ে ওঠা মিঠুন ২৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩২/৩। ইমরুল ৬৯ ও মোহাম্মদ মিঠুন ২৬ রানে ব্যাট করছেন।
চট্টগ্রাম খবর/কে.বি.আর