মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে একটি সিরিজ শুরু হচ্ছে, সেটি নিরাপত্তার কড়াকড়ি দেখলেই বোঝা যায়। যেকোনো সিরিজ শুরুর আগেই নিরাপত্তা বাহিনীর লোকজন বিভিন্নভাবে মহড়া দেন। ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজের আগেই তো স্টেডিয়াম ও আশপাশের এলাকায় রীতিমতো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে মহড়া দিয়েছিল সেনাবাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও এর ব্যতিক্রম নয়।
গতকাল যেমন বেশ কিছু মহড়া হয়েছে। ফায়ার সার্ভিস, ডগ স্কোয়াডের সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও নেমে পড়েছিল শেরেবাংলা স্টেডিয়ামে। সেই মহড়ায় একটি দৃশ্য বেশ অবাকই করল অনুশীলনরত বাংলাদেশ দলের ক্রিকেটারদের। একটি রোবোট দিয়ে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার মহড়া দিচ্ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
চট্টগ্রাম খবর/কে.বি.আর