জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দলে চোটের প্রকোপ রয়েছে। অধিনায়ক নিজে এবং মুশফিক-মাহমুদউল্লাহরও চোট আছে। কেউ পুরোপুরি ফিট নন। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটছে ফজলে মাহমুদ রাব্বির।
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
রাব্বির অভিষেক
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে আসা ফজলে মাহমুদ রাব্বির অভিষেক হচ্ছে। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
এশিয়া কাপের ফাইনালে খেলা দল থেকে এসেছে দুটি পরিবর্তন। মাত্রই জ্বর থেকে সেরে উঠা পেসার রুবেল হোসেন নেই একাদশে। আর স্কোয়াডেই ছিলেন না সৌম্য সরকার।
৩০ বছর বয়সে অভিষিক্ত ফজলে রাব্বি বাংলাদেশের ১২৯তম ওয়ানডে ক্রিকেটার। আর গত জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে সবশেষ ওয়ানডেতে খেলেছিলেন সাইফ।
ফিরলেন রাজা, জুওয়াও
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা ও ওপেনার সিফাস জুওয়াও।
বাদ পড়েছেন বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়াকু ৪৭ রানের ইনিংস খেলা এল্টন চিগুম্বুরা। টানা ব্যর্থতায় একাদশে জায়গা হারিয়েছেন ওপেনার সলোমন মিরে।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, ক্রেইগ আরিভন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ব্রেন্ডন মাভুটা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা।
‘ছোট’ সিরিজ বড় চ্যালেঞ্জ
ধারে-ভারে, গুরুত্বে-তাৎপর্যে এশিয়া কাপের কাছাকাছিও নয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। তবে সেসব কেবলই বাইরের অনুরণন। মাঠে লড়বেন যে কজন, তাদের মনে এই সিরিজও ঝংকারও তুলবে একই তীব্রতায়। ড্রেসিং রুমে সেই বার্তাই দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষ হোক যেমন-তেমন, বাংলাদেশের চ্যালেঞ্জ নিজেদের পারফরম্যান্সের চূড়ায় থাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন আন্তর্জাতিক মৌসুম। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, শুরু হবে রোববার দুপুর আড়াইটায়।
দেশের মাটিতে সবশেষ ১৩ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তবে সহজ কিছুর ভাবনাকে মনে প্রশ্রয় দিতে চান না মাশরাফি। ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন, এশিয়া কাপের গুরুত্ব দিয়েই এই সিরিজ খেলবে তার দল।
“চ্যালেঞ্জ প্রতি ম্যাচে যেটি থাকে, এবারও সেটিই। সবার প্রত্যাশা, আমরা জিতব এবং জেতার আশা করছে সবাই। সেটিই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয়, অন্য দলের বিপক্ষে যে চ্যালেঞ্জ নিয়ে খেলেছি, যেভাবে এশিয়া কাপে খেলেছি, সেটি থাকবে এখানেও।”
চট্টগ্রাম খবর/কে.বি.আর