সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৫ ওভারে ১৫৭/৬
চতুর্থ উইকেটে এসে প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি পেল বাংলাদেশ। দ্রুত ৩ উইকেট হারানো স্বাগতিকদের টানছেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। ৫১ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
২৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৫/৩। ইমরুল ৭১ ও মিঠুন ৩৭ রানে ব্যাট করছেন।
বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙলেন কাইল জার্ভিস। ফিরিয়ে দিলেন দ্রুত রান তোলা মোহাম্মদ মিঠুনকে।
স্পিনারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলছিলেন ইমরুল কায়েস ও মিঠুন। মাথা ব্যথার কারণ হয়ে উঠা জুটি ভাঙতে অধিনায়ক ফেরান জার্ভিসকে। নতুন স্পেলের দ্বিতীয় বলে মিঠুনকে কট বিহাইন্ড করে এই পেসার ভাঙেন ৭১ রানের জুটি।
অফ স্টাম্পের একটু বাড়তি লাফানো বল চমকে দেয় মিঠুনকে। ছাড়বেন না খেলবেন এ নিয়ে দ্বিধায় মেরে বসেন খোঁচা। আরেকটি ক্যাচ গ্লাভসে জমান ব্রেন্ডন টেইলর। ৪০ বলে তিন ছক্কা আর এক চারে ৩৭ রান করে ফিরে যান মিঠুন।
২৭.২ ওভারে বাংলাদেশের স্কোর ১৩৭/৪। ক্রিজে ইমরুলের সঙ্গী মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ ফিরিয়ে দিলেন কাইল জার্ভিস।মাহমুদউল্লাহ পর মিরাজকে ফিরিয়ে দিলেন কাইল জার্ভিস।আবার ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। কাইল জার্ভিসের বলে মোহাম্মদ মিঠুনের পর কট বিহাইন্ড হয়ে গেলেন মাহমুদউল্লাহ।
রানের খাতা খুলতে পারেননি মিডল অর্ডারের এই বড় ভরসা। অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে ব্রেন্ডন টেইলরের গ্লাভসে। মৃদু স্পর্শ টের পাননি মাহমুদউল্লাহ। সাথে সাথেই নেন রিভিউ। তবে পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানোর সঙ্গে একমাত্র রিভিউটিও হারায় বাংলাদেশ।
২৮ ওভার শেষে স্বাগতিকদের স্কোর ১৩৭/৫। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
এক ওভারে দুই উইকেট হারাল বাংলাদেশ। বাংলাদেশ তখন ৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
চট্টগ্রাম খবর/কে.বি.আর