দ্রুত এগোনো জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেট জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ফিরিয়ে দিলেন সিফাস জুওয়াওকে।
আগের বলেই সুইপ করে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাকিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। জায়গা করে নিয়ে পরের বলে উড়াতে চেয়েছিলেন লং অফ দিয়ে। তাকে মোটেও জায়গা দেননি মিরাজ। শরীরের খুব কাছের বলে টাইমিং করতে পারেননি জুওয়াও, লং অফে ধরা পড়েন ফজলে মাহমুদ রাব্বির হাতে।
২৭ বলে একটি করে ছক্কা-চারে ২০ রান করে ফিরে যান জুওয়াও। তার বিদায়ে ভাঙে ৫২ রানের জুটি। ১২ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৭০/২। ক্রিজে ব্রেন্ডন টেইলরের সঙ্গী আগের ম্যাচে অপরাজিত ফিফটি করা শন উইলিয়ামস।
জুওয়াও-টেইলরের পঞ্চাশ রানের জুটি
দ্রুত অধিনায়ককে হারানো জিম্বাবুয়েকে টানছেন সিফাস জুওয়াও ও ব্রেন্ডন টেইলর। দ্বিতীয় উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি।
মেহেদী হাসান মিরাজের বলে জুওয়াওয়ের বাউন্ডারিতে ৪২ বলে পঞ্চাশ স্পর্শ করে দ্রুত এগোনো জুটির রান।
চট্টগ্রাম খবর/কে.বি.আর