সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ৩১ ওভারে ১৫০/৩
দ্বিতীয় উইকেটের পর তৃতীয় উইকেটেও পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর-শন উইলিয়ামসের জুটিতে পঞ্চাশ এসেছে ৭৬ বলে।
দ্রুত এগোচ্ছেন ডানহাতি টেইলর। সতর্ক ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বাঁহাতি উইলিয়ামস। দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়েছে জিম্বাবুয়ে।
শুরুতেই ফিরে গিয়েছিলেন মাসাকাদজা। পরে সিফাস জুওয়াওকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেন ব্রেন্ডন টেইলর। দলীয় ৭০ রানে জুওয়াও ফিরলেও থেকে গিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিচ্ছেন শন উইলিয়ামস। তাদের ব্যাটে ছুটছিল জিম্বাবুয়ে। তবে মূল নেতৃত্বটা দিচ্ছিলেন টেইলর।
অবশেষে থামল তার চোখরাঙানি। মাহমুদউল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন তিনি। ফেরার আগে ক্যারিয়ারের ৩৫তম ফিফটি তুলে নেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ খবর পর্যন্ত ৩১ ওভারে ১৫০ রান করেছে সফরকারীরা। উইলিয়ামস ৩৪ ও সিকান্দার রাজা ১ রান নিয়ে ব্যাট করছেন।
বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৮ রান করার পর সেভাবে রান পাচ্ছিলেন না ব্রেন্ডন টেইলর। দক্ষিণ আফ্রিকায় সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। বাংলাদেশেও প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডেতে রান ছিল না তার ব্যাটে। বাঁচা-মরার ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন টেইলর। দাপুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
৫২ বলে ক্যারিয়ারের ৩৫তম পঞ্চাশ ছুঁয়েছেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে এটি তার অষ্টম ফিফটি।
চট্টগ্রাম খবর/কে.বি.আর