চট্টগ্রামের পাঠানটুলির এক বাসায় মা ও মেয়ের লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে পাঠানটুলি গায়েবী মসজিদ লেইন এলাকার ওই বাসায় এক নারী ও তার মেয়েকে মৃত অবস্থায় পাওয়ার খবর থানায় আসে।
ঘটনাস্থল থেকে পুলিশ পরিদর্শক বলেন, “কখন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।”
তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য দিতে পারেননি পরিদর্শক জহির। মৃত দুজনের পরিচয়ও জানা যায়নি।
আজ মঙ্গলবার ওই বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন। নিহত দুজন হলেন হোসনে আরা (৫০) ও তাঁর মেয়ে পারভীন (১৮)। মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রাম খবর/কে.বি.আর