পরিবহন শ্রমিকের ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্রযানজট ।এতে করে ভোগান্তিতে যাত্রীরা।সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধন সহ ৮ দফা দাবিতে ৪৮ ঘন্টা ধর্মঘট পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।এই দিকে পরিবহন যানজট সমস্যা থাকায় মঙ্গলবার সকাল থেকে নগরীর অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে।নগরীর এ.কে.খান এলাকায় বাসের জন্য দাড়িয়ে থাকা অফিসগামী রাজা হোসাইন বলেন ২ ঘন্টা যাবত দাড়িয়ে থেকে নিউমাকের্ট যাওয়ার বাস পাচ্ছিনা।
অফিসগামী মোক্তার হোসেন বলেন, বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন সেটা অযৌক্তিক। কেননা তাদের দাবি দাওয়া থাকতে পারে এ বিষয়ে তারা সরকারের সঙ্গে বসে আলোচনা করতে পারে। কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে হয়রানির করার কোনো মানে হয় না। প্রায় ঘণ্টা দেড়েক দাঁড়িয়ে থেকেও অফিসে যাওয়ার মতো বাস পাচ্ছি না।