অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও ওপেনার ইমরুল কায়েস। উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজে খেলা সবশেষ টেস্টের বাংলাদেশ দলে পরিবর্তন চারটি। চোটের জন্য স্কোয়াডেই নেই সেই ম্যাচে খেলা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি ও কিপার নুরুল হাসান।
গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সবশেষ টেস্ট খেলেছিলেন ইমরুল। গত বছরের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল শান্তর। এরপর আর খেলার সুযোগ হয়নি তার।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছিলেন দুই জন করে পেসার-স্পিনার কিংবা এক পেসার-তিন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। এক পেসার-তিন স্পিনার বেছে নিয়েছেন তারা।
বাংলাদেশের একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার একজন- আবু জায়েদ চৌধুরী। ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে দুই টেস্টে ২০.৪২ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন এই তরুণ। চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান থেকে গেছেন একাদশের বাইরে।
স্পিন আক্রমণে অভিষিক্ত অপুর সঙ্গী অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু।
চট্টগ্রাম খবর/কে.বি.আর