দ্রুত ফিরে গিয়েছিলেন চারি ও টেইলর। তবে একপ্রান্ত আগলে থেকে গিয়েছিলেন মাসাকাদজা। দারুণ খেলছিলেন তিনি। বলের গুণাগুণ বজায় রেখে ব্যাট চালাচ্ছিলেন। ক্যারিয়ারে অষ্টম টেস্ট ফিফটি তুলে চোখ রাঙাচ্ছিলেন বাংলাদেশকে।
এবার তার চোখ রাঙানিও থামল। লাঞ্চ বিরতির পরপরই তাকে ফিরিয়ে দিলেন আবু জায়েদ। এ পেসারের এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১০৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন সফরকারী অধিনায়ক। শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ৮৮ রান করেছে জিম্বাবুয়ে। ১৬ রান নিয়ে ব্যাট করছেন ইনফর্ম শন উইলিয়ামস। শূন্য রান নিয়ে তার সঙ্গী সিকান্দার রাজা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা শুভ করতে আপ্রাণ চেষ্টা করে সফরকারীরা। ব্রায়ান চারিকে নিয়ে লড়াইয়ের চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা। তবে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। চারিকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তিনি। দ্বিতীয় সাফল্যও এনে দেন তাইজুল। দুর্দান্ত ডেলিভেরিতে শর্ট লেগে অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি করে ফেরান তিনি।
রাজাকে ফিরিয়ে নাজমুলের প্রথম
সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের প্রতিরোধ ভাঙলেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনার নিজের চতুর্থ ওভারে পেলেন প্রথম টেস্ট উইকেট।
ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান রাজা। স্টাম্প সোজা বল খেলার জন্য পা বাড়ালেও বলের লাইনে যেতে পারেননি ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৫২ বলে দুই চারে ১৯ রান করে রাজার বিদায়ে ভাঙে ৪৪ রানের চুতর্থ উইকেট জুটি। ৪৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১২৯/৪। ক্রিজে থিতু হয়ে যাওয়া শন উইলিয়ামসের সঙ্গী পিটার মুর।
লাঞ্চের পরই মাসাকাদজাকে ফেরালেন আবু জায়েদ
লাঞ্চের পর প্রথম ওভারে আঘাত হেনেছেন আবু জায়েদ চৌধুরী। তরুণ ডানহাতি এই পেসার দারুণ এক ইনসুইঙ্গারে ফিরিয়ে দিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজাকে।
দুই দিকেই সুইং করাতে পারা আবু জায়েদের বোলিংয়ের মূল শক্তি। দুই দিকে মুভ করিয়ে ভোগাচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। সাফল্য এলো সেই সুইংয়েই। চমৎকার এক ইনসুইঙ্গার মাসাকাদজার ব্যাটের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফিরে যান জিম্বাবুয়ে অধিনায়ক।
১০৫ বলে দুই ছক্কা আর চারটি চারে ৫২ রান করেন মাসাকাদজা। তার বিদায়ের সময় ৩২ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৮৫/৩। ক্রিজে শন উইলিয়ামসের সঙ্গী সিকান্দার রাজা।
চট্টগ্রাম খবর/কে.বি.আর