সিলেট টেস্টের দ্বিতীয় দিন ১৯ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সিলেটের উইকেটে ভূত ভর করেছে! নাকি ব্যাটসম্যানদের মনে? যে উইকেটে ব্যাটসম্যানদের শিকার করা কঠিনতম কাজ হওয়ার কথা, সেখানেই আজ দ্বিতীয় দিনে ৪০ রানের মধ্যে ৯ উইকেট পড়ে গেল এরই মধ্যে! ২১ রানে জিম্বাবুয়ের শেষ ৫ ব্যাটসম্যানকে তুলে এনে বাংলাদেশের বোলাররা যে দারুণভাবে শেষটা টেনেটিলেন, ১৯ রানে বাংলাদেশের ৪ ব্যাটসম্যান সাজঘরে ফিরে সেটিকেই বানিয়ে দিলেন ভয়াবহ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ২৮২ রানের জবাবে বাংলাদেশ এখন ধুঁকছে!
দলীয় ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্তর পর সাজঘরের পথ ধরলেন মাহমুদউল্লাহ রিয়াদও। টেন্ডাই চাতারার বলে দুঃখজনকভাবে প্লেড অন হয়ে ফিরলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। ১ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা শুভ হয়নি। সূচনালগ্নেই ফিরে যান ইনফর্ম ইমরুল কায়েস। দুর্ভাগ্য তার। চাতারার বলে ইনসাইড এজ হয়ে ফেরেন তিনি। খানিক বাদে কাইল জার্ভিসের বলে উইকেটের পেছনে রেজিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে বাংলাদেশ শিবিরে ফের তোপ দাগান চাতারা। সেই চাকাভার ক্যাচ বানিয়ে শান্তকে ফিরিয়ে দেন তিনি।
চট্টগ্রাম খবর/কে.বি.আর