নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা শুভ হলো না। সূচনালগ্নেই ফিরে গেলেন ইনফর্ম ইমরুল কায়েস। বলতে হবে দুর্ভাগ্য তার।লাঞ্চের পর প্রথম বলেই যে শট খেলেছিলেন ইমরুল, আউট হতে পারতেন সেটিতেই। টেন্ডাই চাটারার সেই বল অল্পের জন্য স্পর্শ করেনি ব্যাটের কানা। খানিকপর সেই চাটারার বলেই ব্যাটের কানায় লেগে ফিরলেন ইমরুল।
অফস্টাম্পে গুড লেংথ বল টানা করে যাচ্ছিলেন চাটারা। গুড লেংথ থেকে একটু পেছনে পিচ করে লাফিয়ে ওঠা বলে ইমরুল ব্যাট পেতে দিলেন আড়াআড়িভাবে। বল ব্যাটে ছুঁয়ে লাগল স্টাম্পে।
৫ রানে ফিরলেন ইমরুল। টেস্টে তার দুর্দশা দীর্ঘায়িত হলো আরও। টানা ১৭ ইনিংস নেই ফিফটি। ৮ রানে বাংলাদেশ হারাল প্রথম উইকেট।
লাঞ্চের আগে স্বাগতিকরা ব্যাটিং করতে হয় কেবল ১ ওভার। কাইল জার্ভিসের সেই ওভার থেকে একটি করে সিঙ্গেল নেন লিটন দাস ও ইমরুল কায়েস। বাংলাদেশ ২/০।
চট্টগ্রাম খবর/কে.বি.আর