কোনো ক্ষতি ছাড়া দ্বিতীয় দিনের প্রথম সেশন কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। পেসারদের বলে সতর্ক ব্যাটিং করা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ সাবলীল ছিলেন স্পিনে। তাদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
মিরপুর টেস্টে ৫ উইকেটে ৩০৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় দিনে আজ জমাট শুরু করেছেন দুই ব্যাটসম্যান। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৬৫। দ্বিতীয় দিনে এ পর্যন্ত ৩০ ওভার ব্যাটিং করে ৬২ রান তুলে বড় জুটি গড়ার প্রতিশ্রুতিই দিচ্ছেন মুশফিক ও মাহমুদউল্লাহ।
দ্বিতীয় দিনের প্রথম ১০ ওভারে পেসারদের দিয়ে আক্রমণ করেছে জিম্বাবুয়ে। কিন্তু জমাট রক্ষণে তা ভালোই প্রতিহত করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ। বাংলাদেশের এই জমাট ব্যাটিংয়ের পাশাপাশি ১০০তম ওভারে এসে আরেকটি বড় আঘাত পেয়েছে জিম্বাবুয়ে। পায়ের মাংসপেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন পেসার তেন্দাই চাতারা। সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর মাঠে না নামার সম্ভাবনাই বেশি।
মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে, বেশ বড় সংগ্রহ গড়তে চায় বাংলাদেশ। মুশফিক এ লক্ষ্যেই ব্যাটিং করছেন দেখেশুনে। দ্বিতীয় দিনে এখনো পর্যন্ত মুশফিকুর রহিম আপরাজিত ১৩৫ রানে। অন্য প্রান্তে ৩৫ রানে অপরাজিত মাহমুদউল্লাহ।