ব্রেন্ডন টেইলরকে ফেরানোর এক বল পর আবার আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। শূন্য রানে ফিরিয়ে দিলেন ব্র্যান্ডন মাভুটাকে।
অফ স্পিনারের ফুল লেংথ ডেলিভারি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ঠিকমতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে ক্যাচ যায় আরিফুল হকের হাতে। নিজের তৃতীয় উইকেট পান মিরাজ।
২৯০ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে রেজিস চাকাভার সঙ্গী কাইল জার্ভিস।
শেষ খবর পর্যন্ত ৯ উইকেটে ৩০৪ রান করেছে জিম্বাবুয়ে।