ক্যারিয়ারের প্রথম ফিফটি করলেন মোহাম্মদ মিঠুন। সাড়ে আট বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়েকে ফলো অন না করিয়ে নড়বড়ে শুরুর পর সফরকারীদের তাই প্রায় অসম্ভব লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করা স্বাগতিকরা শেষ বেলায় দুই ওপেনারকে ফিরিয়ে এগিয়ে রেখেছে কাজ।
মিরপুর টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করতে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের চাই জিম্বাবুয়ের শেষ ৮ উইকেট। টানা দ্বিতীয় জয় পেতে সফরকারীদের চাই আরও ৩৬৭ রান।
চতুর্থ দিনের খেলা শেষে সফরকারীদের স্কোর ৭৬/২। ব্রেন্ডন টেইলর ৪ ও শন উইলিয়ামস ২ রানে ব্যাট করছেন।
উইকেটে ভাঙতে শুরু করেছে। চতুর্থ দিনে বাড়তি সহায়তা পেয়েছেন বোলাররা। উইকেট যেভাবে বোলারদের সাহায্য করতে শুরু করেছে তাতে শেষ দিনে ৩৬৭ রান করা হবে অনেক বড় চ্যালেঞ্জ। ৮ উইকেট নিয়ে পুরো একটি দিন কাটিয়ে দেওয়াও সহজ হবে না।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা) (লিটন ৬, ইমরুল ৩, মুমিনুল ১, মিঠুন ৬৭, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ১০১*, আরিফুল ৫, মিরাজ ২৭*; জার্ভিস ১১-২-২৭-২, টিরিপানো ১১-১-৩১-২, উইলিয়ামস ১৬-২-৬৯-১, রাজা ৭-০-৩৯-১, মাভুটা ৯-০-৫২-০)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৩০ ওভারে ৭৬/২ (মাসাকাদজা ২৫, চারি ৪৩, টেইলর ৪*, উইলিয়ামস ২*; মুস্তাফিজ ৩-১-২-০, তাইজুল ১৩-২-৩৪-১, খালেদ ৪-১-১৫-০, মিরাজ ৭-২-১৬-১, আরিফুল ৩-১-৭-০)