চট্টগ্রাম টেস্টের প্রথম সকালে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের এগিয়ে নিচ্ছেন মুমিনুল হক।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ১০৫/২। দাপুটে ব্যাটিংয়ে মুমিনুল ৫৩ রানে অপরাজিত।
এক বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ সৌম্য সরকার। কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে ধরা পড়েন কিপারের গ্লাভসে। ৩ রানে জীবন পাওয়া আরেক ওপেনার ইমরুল কায়েস ১৬ রানে বেঁচে যান ‘নো’ বলের কল্যাণ। শেষ পর্যন্ত লাঞ্চের আগে আউট হন জোমেল ওয়ারিক্যানের সাদামাটা এক বলে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিন-পেস কিছুও ভোগাতে পারেনি মুমিনুলকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গত জুলাইয়ে চার ইনিংসে মাত্র ১৬ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম সেশনে তুলে নিয়েছেন ফিফটি।