বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর অধীনে এটা দশম প্রিমিয়ার লিগ এবং এটিই তাঁর বিচারে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। এটিকে আরো সুন্দর করতে লিগ কমিটি কয়েকটি উদ্যোগ নিচ্ছে। ভেন্যু বাড়ানো ও জোড় সংখ্যার লিগ করার ব্যাপারে কালের কণ্ঠ স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন লিগ কমিটির এই চেয়ারম্যান।
কালের কণ্ঠ স্পোর্টস : ক্লাবের তিনটি প্রস্তাবনার মধ্যে একটি হলো ভেন্যু। এ ব্যাপারে আপনাদের উদ্যোগ কী?
সালাম মুর্শেদী : তারা গুরুত্ব দিয়েছে কাছাকাছি ভেন্যু করার ওপর, যেন দিনে গিয়ে খেলে ফিরে আসতে হয়। তাতে দীর্ঘ ভ্রমণক্লান্তি থাকে না, ক্লাবগুলোর আর্থিক চাপও কম হয়। তাদের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা নরসিংদী, আর্মি স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়ামকে বিবেচনায় নিয়েছি। তা ছাড়া আগামী বছরের ব্যস্ততার মধ্যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম সব সময় নিশ্চিত করতে পারব বলে মনে হয় না। তাই এই চারটি ভেন্যু পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিক মান বিবেচনা করেই আমরা এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।
প্রশ্ন : গতবার ভেন্যু ছিল ছয়টি, এবার কি সেগুলোর মধ্যে কোনোটি কমে যেতে পারে?
সালাম : আমরা কমাতে চাই না, ভেন্যু বাড়াতে চাই। কারণ লিগটা আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই। এ জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ভালো মানে উন্নীত করার জন্য চট্টগ্রাম আবাহনীর প্রতি অনুরোধ জানিয়েছি। এটাকে আন্তর্জাতিক মানে তুলে নেওয়া গেলে সেখানে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচও হতে পারে।
প্রশ্ন : ক্লাবগুলোর আরেকটি প্রস্তাবনা ছিল লিগে দলের সংখ্যা জোড় করা। সেটা কিভাবে করবেন?
সালাম : ক্লাবগুলোই দাবি করেছে, বিজোড় সংখ্যার দল হলে সময় লাগে বেশি। একটা দলকে বসে থাকতে হয়। আমরাও চেষ্টা করছি জোড় সংখ্যার দলের লিগ আয়োজন করতে।
প্রশ্ন : শোনা যাচ্ছে, এবার রেলিগেটেড হবে একটি দল এবং চ্যাম্পিয়নশিপ থেকে দুটি দল উঠবে। তাতে ১৪ দলের লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
সালাম : আমরা কোনো সিদ্ধান্তই নিইনি। ক্লাবগুলোর দাবি, প্রস্তাবনাকে আমি সম্মান জানাই, অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা খেলাটিকে এগিয়ে নিচ্ছে। তাদের জোড় সংখ্যার লিগ করার প্রস্তাবকে আমরা ইতিবাচক মনে করি এবং চূড়ান্ত অনুমোদনের জন্য বাফুফের নির্বাহী কমিটিতে পাঠিয়েছি।
চট্টগ্রামখবর.কম/ফাউ