চট্টগ্রাম কলেজের সামনে ফুটপাতে জীবনযাপন করে আসা ভাসমান মানুষ গুলোর পাশে এসে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। প্রায় প্রতি রাতেই এই অভুক্ত মানুষ গুলোকে রান্না করা খাবার পরিবেশন করে আসছেন তিনি। এ সম্পর্কে জানতে চাইলে সুভাষ মল্লিক সবুজ বলেন, করোনা বিদ্ধ এই পরিস্থিতিতে অসহায় মানুষগুলো পড়েছে সবচেয়ে বেশী বিপাকে। চট্টগ্রামে লকডাউন শুরু হলে খাওয়ার হোটেল/ রেষ্টুরেন্ট গুলো বন্ধ হওয়াতে অনাহারে দিনাতিপাত করছিল ভাসমান এই মানুষগুলো। সবচেয়ে আমাকে আবেগ তাড়িত করে যাদের ঘর আছে তারা ত্রান পাচ্ছে কিন্তু এই ভাসমান মানুষের কথা কয়জনেই বা চিন্তা করে রাতের বেলা রিক্সা নিয়ে ঘুরে ঘুরে দেখলাম ভাসমান পথচারীদের আহাজারি। তাৎক্ষণিক আমি নিজ উদ্যোগে তাদের একবেলা খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহন করি।
এই মহতী উদ্যোগে পাশে এসে দাড়িয়েছেন মিলন, মন্টি চৌধুরী, রফিক, শান্ত, মিন্টু, সামসু, ইসমাইল ছাড়াও বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন ফয়সাল, তারেক, তৌহা এবং কলেজের কর্মচারীবৃন্দ।
সুভাষ আরও বলেন, আজ টানা ষোল দিন ধরে আমার এই কার্যক্রম চালিয়ে আসছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবদি এই কার্যক্রম চলমান রাখার আপ্রান চেষ্টা করব। সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যাতে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন।

