বেদেনা, বোম্বাই, কাঁঠালি ও গোলাপী সর্বত্র মৌ মৌ গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এগুলি রসালো বিভিন্ন জাতের লিচুর নাম। করোনা পরিস্থিতির মধ্যেও জমে উঠেছে মৌসুমী লিচুর বাজার।
সামাজিক দূরত্বকে পাত্তা না দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিদিন এই সময় মৌসুমী ফলের পাইকারী ও খুচরা বিক্রেতাদের জটলা দেখা যাচ্ছে ১০মাইল বাজারসহ উপজেলা বিভিন্ন বাজারে।
প্রতিদিন কাহারোল হতে প্রায় ৫০ থেকে ৬০টি ট্রাক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে দামও বেশী। বর্তমানে মাদ্রাজি লিচু শেষের পথে। বর্তমান বাজারে বেদেনা, বোম্বাই, চায়না-২, ৩, ৪ লিচু, কাঁঠালি ও গোলাপীসহ বিভিন্ন নামে লিচুর সর্বত্র মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে।
কাহারোল কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট বড় মিলে প্রায় ২শ অধিক লিচুর বাগান রয়েছে। বাগান মালিক মোঃ হারুন জানান, গতবারের চেয়ে লিচুর দাম স্বাভাবিক রয়েছে। করোনার কারণে কিছুটা দামে ভাটা পড়েছে। সকাল হতে বিকাল পর্যন্ত লিচুর বাগানে লিচু ব্যবসায়ীরা গাছ হতে লিচু পেরে নিয়ে যাচ্ছে।
কাহারোল উপজেলার কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক জানান, বর্তমানে লিচুর বাজার তুলনামুলক ভালো। এবার লিচুর তেমন ধরনের রোগ বালাই ছিল না। আমরা লিচু চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছি এবং বাগান মনিটরিং করেছি।
