জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের নিরাপদ হাউজিং সোসাইটি কার্যালয়ে শনিবার (১৫ আগস্ট) বিকেলে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় প্রয়াত চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফারুকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
৩ নং ইউনিট আওয়ামীলীগ নেতা এ কে এম তারিকুল ইসলাম রানার উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর প্রবীন নেতা আতাহার আলী সরদার, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হাজী জাহাঙ্গীর, ৩ নং ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শাহ , আওয়ামী লীগ নেতা ছোটন বৈদ্য, মহিলা আওয়ামী লীগের যূগ্ন সাধারণ সম্পাদিকা মনীষা সেন, খোকন মজুমদার রাজীব, রাজীব রাহুল, মোঃ সাইফুর রহমান সাইফুল, মো. জুবায়ের, সুমন সেন, যুবলীগ নেতা মোঃ ফারুক, মোঃ আরিফ, মোঃজাবেদ, মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক আল আমিন, নুর উদ্দিন খোকন, ছাত্রলীগ নেতা এ কে এম হৃদয়, সাজাদুর রহমান তাজুন প্রমুখ।
