বিগত ০৩/০৯/২০ইং তারিখ বৃহস্পতিবার ‘চট্টগ্রাম প্রতিদিন’ অনলাইন পত্রিকায় ”রেলওয়ে কর্মচারীকে পেটালেন শেখ লোকমান হোসেন”- শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কিছু অসত্য তথ্য উত্থাপিত হয় যা বস্তুতপক্ষে সেখানে ঘঠেনি।
আদৌ এরকম কোনো ঘঠনাবলী সংঘটিত না হওয়া সত্ত্বেও এধরনের সংবাদ পরিবেশন করা অত্যন্ত মানহানিকর ও বিব্রতকর। প্রসঙ্গত, রেলওয়ে শ্রমিকলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, রেলওয়ে শ্রমিকলীগের ত্যাগী এবং সংগ্রামী নেতৃবৃন্দগণ সর্বদাই শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি রেল মন্ত্রণালয়ের সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কার্যবিধি পরিচালনা করে আসছে বিগত সময় থেকে।
ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দগণ শোষিত ও নির্যাতিত শ্রমিকদের দাবী আদায়ে আন্দোলনে সর্বদা ঐক্যবদ্ধ। সুতরাং, এধরনে অসত্য তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে এবং বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করা সত্যি খুবই দুঃখ জনক, আমরা আশা করবো আপনাদের পত্রিকার সুনামের স্বার্থে ভবিষ্যতে এরকম প্রতিবেদন প্রকাশ এর ক্ষেত্রে আপনারা সচেতন হবেন।
উক্ত ০৩/০৯/২০ইং তারিখে বাংলাদেশ রেলওয়েতে খালাসী পদে কর্মরত জনাব মুরশিদ আলম এর নাম ব্যবহার করেও অসত্য তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশিত হয়েছে এবং প্রতিবাদলিপি তে বিষয়টি পরিষ্কার ভাবে ফুটে উঠেছে।
