গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সরকারি-বেসরকারি নয়টি ল্যাবে ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে নতুনভাবে ৭৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেল। এদের মধ্যে নগরের ৬৬ জন এবং বিভিন্ন উপজেলার ৮ জন। আগেরদিন করোনায় দু’জনের প্রাণহানি ঘটে চট্টগ্রামে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ১৯ হাজার ৮৮৩ জন। এদের মধ্যে নগরের ১৪ হাজার ৪১৮ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৪৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০১ জন, যাদের ২০৮ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে ১৪ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৫ হাজার ৬৩৮ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি পাঁচটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাবে মিলে ৮৭৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের দেহে। এদের মধ্যে ৭৪ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ ৩০১ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তাতে করোনা শনাক্ত হয় ৬ জনের দেহে।