সর্বশেষ গত ১৩ অক্টোবর জোড়া মৃত্যুর মধ্যদিয়ে চট্টগ্রামে করোনায় প্রাণহানি তিনশ পেরিয়েছিল।করোনায় মৃত্যুহীন টানা চতুর্থ দিন পার করলো চট্টগ্রামে। তবে, মৃত্যুহীন দিনগুলোতেও থেমে নেই করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের মিছিলে যুক্ত হলেন আরও ৫৫ জন। এদের মধ্যে ৪৮ জনই নগরের, বাকি ৭ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২০ হাজার ১১০ জন। এদের মধ্যে নগরের ১৪ হাজার ৬১৯ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৪৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০১ জন, যাদের ২০৮ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে ১৭ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৫ হাজার ৭২১ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি তিনটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৬১৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের দেহে। এদের মধ্যে ৪৮ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।