দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না পতেঙ্গা কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ। শেষ পর্যন্ত তৃতীয় দফায় মেয়াদ বেড়ে এখন অপেক্ষা ২০২১ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পের তিন বছরে কাজ শেষ হয়েছে মাত্র ৬৩ শতাংশ। যে গতিতে কাজ এগোচ্ছে এতে বর্ধিত মেয়াদ আগামী ডিসেম্বরেও ৮০ শতাংশ সম্পন্ন হবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
২০১৭ সালের জুলাইয়ে উদ্বোধন হওয়া প্রকল্প ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ডিসেম্বর করা হয়। এখন এ সময়ের মধ্যেও শেষ হচ্ছে না প্রকল্পটির কাজ। তবে এবার কাজ শেষ করতে না পারার কারণ হিসেবে করোনাভাইরাস মহামারিকে দায়ী করা হচ্ছে।
২০১৮ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনাবাহিনীকে কাজের সাইট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী কাজের সাইটে অবস্থান নিয়ে প্রাথমিক পর্যায়ে স্থায়ী ব্যারাক নির্মাণ, বালি ভরাট, ভূমি উন্নয়ন, নতুন প্রস্তাবিত রাস্তা, বক্স কালভার্ট ড্রেইন নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজসমূহ সম্পাদন করছে। সেনাবাহিনী ইতিমধ্যে কন্টেইনার জেটি, ডলফিন জেটি, ফ্লাইওভার ও নতুন রাস্তার নির্মাণ কাজ করেছে।
করোনা পরিস্থিতির কারণে অনেক বিদেশি লোক কাজে যোগ দিতে পারেননি। এছাড়াও শ্রমিকও সংকটে ছিল। যে হারে কাজ এগোচ্ছে এতে আগামী ডিসেম্বরে ৮০ শতাংশ শেষ হবে। মেয়াদ বৃদ্ধি করলেও কোন অর্থ বাড়বে না। ওভারঅল এ প্রকল্পে আরও কিছু সংযোজন হয়েছে এবং বিয়োজন হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের ৬৩ শতাংশ অগ্রগতি হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি ধরে রাখার জন্য দ্রুততম সময়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণের মূখ্য উদ্দেশ্য। ২০২১ সালের জুনে কাজ শেষ হবে বলে আশা করা যায় বলে জানান প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান সরকার।