কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত ৩ দিন ধরে সেন্টমার্টিনে আটকেপড়া সাড়ে ৪ শতাধিক পর্যটক শনিবার (২৪ অক্টোবর) রাতে কক্সবাজারে ফিরছে বলে জানায় জাহাজ কর্তৃপক্ষ।
বৈরী আবহাওয়ার গত ৩ দিন কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু শনিবার রাত থেকে সংকেত কেটে যাওয়ায় রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টায় পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গত ৩ দিন ধরে আটকেপড়া সাড়ে ৪ শতাধিক পর্যটক কক্সবাজার ফিরে আসবে। বিকেল ৪টায় জাহাজটি সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবে বলে জানান কক্সবাজার কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর।
বেড়াতে এসে দ্বীপে আটকেপড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। দ্বীপে তারা নিরাপদে আছেন। কোনও পর্যটকের কাছ থেকে কোনও অভিযোগ আসেনি। রোববার জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানান সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তারেক মাহামুদ।