রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেলেন এক মোটরসাইকেল আরোহী। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই ঘটনা ঘটে।
কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের হেলমেটবিহীন তিন আরোহীকে চাপা দেয়। নিহত ও আহত তিনজনই মোটরসাইকেলটির আরোহী বলে জানায় ক্রসিং হাইওয়ে পুলিশ।
এ সময় স্থানীয়রা আহত একজনকে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলেও তারিকুল আলম (২৭) নামে ওই ব্যাক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে।
কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।