নতুনভাবে করোনা পজিটিভ হলেন আরও ৪৩ জন। এদের মধ্যে ৩৯ জন নগরের, বাকি ৪ জন বিভিন্ন উপজেলার। তবে টানা দুই সপ্তাহ ধরে করোনার কারনে কারও মৃত্যুর হয়নি।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২০ হাজার ৯০৩ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ২৯৯ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬০৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০১ জন, যাদের ২০৮ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে ২৭ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৬ হাজার ৪৩৬ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি দুটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের দেহে। এদের মধ্যে ৩৯ জন নগরের ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।