এক হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে—৯৮ জন। এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়ালো। নতুন আক্রান্তদের মধ্যে ৮৪ জনই নগরের এবং ১৪ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে টানা ১৪ দিন মৃত্যুহীন থাকার পর ১৫তম দিনে এসে নগরে একজনের মৃত্যু।
চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ১ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ৩৮৩ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬১৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০২ জন, যাদের ২০৯ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। ২৭ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৬ হাজার ৪৩৬ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি চারটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে একহাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের দেহে। এদের মধ্যে ৮৪ জন নগরের ও ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে।