মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আদেশক্রমে নবীর ইজ্জত রক্ষায় ফটিকছড়ি তরুণদের নাজিরহাট মুখি বিক্ষোভ মিছিল।
ফ্রান্সে নবী কারিম স. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফটিকছড়ি বাবুনগর সংলগ্ন বাঁধের পাড় হতে নাজিরহাট মুখি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ সহ আম জনতার ঢল নেমেছে।
নেতৃত্বদাতা তরুণদের দেওয়া বক্তব্যে ফ্রান্সের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের কথা সহ সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আবেদনের বিষয়টি ফুটে উঠেছে। বক্তাদের মধ্যে ছিলেন ইরফান হাবিবী,আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, এনামুল হক, শাহাদাত হোসাইন, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল থেকে তরুণ সমাজের সর্বমোট পাঁচটি দাবি উত্থাপিত হয়েছে। এক. ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দুই. ফ্রান্সের সব ধরণের পণ্য বর্জন করতে হবে। তিন.ফ্রান্স সরকারকে বিশ্বের সকল মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। চার.বাংলাদেশ পার্লামেন্টে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকার প্রতি নিন্দা জানাতে হবে। পাঁচ.অপরাধীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সরকার অনতিবিলম্বে এই দাবি মানতে ব্যর্থ হয় তবে নবী প্রেমিক তাওহীদির পক্ষ থেকে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচির ডাক আসতে পারে যা মহান আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই রুখে দেওয়ার।