গত ২৪ ঘণ্টায় আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এদের মধ্যে ৬৭ জন নগরের এবং ১৩ জন বিভিন্ন উপজেলার। একই সময়ে করোনায় উপজেলা পর্যায়ে মৃত্যু হয়েছে আরও ১ জনের।
চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ৭৬০ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬৯৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০৬ জন, যাদের ২১২ জন নগরের এবং ৯৪ জন উপজেলার। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি পাঁচটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৭৬৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের দেহে। এদের মধ্যে ৬৭ জন নগরের এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ১ জনের মৃত্যু হয়েছে।